রাজশাহী মেয়রের বরখাস্তের আদেশ বহাল

জিটিবি নিউজ ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া আদেশ বহাল রেখেছেনআপিলবিভাগ।আপিল বিভাগের নিয?মিত বেঞ্চে রবিবার শুনানি শেষে চেম্বার বিচারপতিরদেওয়াআদেশবহালরাখেন।৪ জনু হাইকোর্টোর আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া আদেশ স্থাগিত করেন। একই সঙ্গে বিষয?টির ওপর শুনানির জন্য ১৪ জুন আপিল বিভাগের নিয?মিত বেঞ্চে পাঠান। এর আগে ৭ মে মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে নোটিশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুলবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ ওই নোটিশের ওপর স্থগিতাদেশ দেন। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে মেয়রের বরখাস্ত সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২ অনুযায়ী বুলবুলকে সাময়িক বরখাস্তকরাহয়েছে। ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এর পর নভেম্বর মাসেই সরকারবিরোধী আন্দোলন শুরু হলে একজন পুলিশ সদস্য নিহত হন। বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় ঢাকাগামী গাড়িবহরে পেট্রোলবোমা হামলা হয়। এর আগে ২২ জানুয়ারি দুপুরে নগরীর কাদিরগঞ্জ ট্রাকের বহরে হামলা এবং ১৯ জানুয়ারি নগরের ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় মেয়রকে আসামি করা করা হয়। এর পর থেকে মেয়র মোসাদ্দেক হোসেন আত্মগোপনে চলে যান। সিটি করপোরেশনে নিজ কার্যালয়েও আসেননি। তবে তিনি আত্মগোপনে থেকে কিছু কিছু নথিতে সই করেন।

সর্বশেষ সংবাদ