দুপচাঁচিয়ার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন করলেন বগুড়া জেলা প্রশাসক

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া) থেকেঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচি বাস্তবায়নে দুপচাঁচিয়ায় ১১এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৫০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘মিড ডে মিলে’র উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লিপিয়ারা বেগমের পরিচালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রধান অতিথি বলেন, ‘বর্তমান শিক্ষাবন্ধব সরকার গোটা জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বদ্ধ পরিকর। এজন্যই বিনামূল্যে বই বিতরণ, মিড ডে মিল কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের এ সব কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’ সভায় অন্যান্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ, থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন শেখ, প্রধান শিক্ষক গৌর চন্দ্র দাস বক্তব্য রাখেন। অত্র বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেশি পর্যন্ত ৪৬জন শিক্ষার্থীর এক বৎসরের ‘মিড ডে মিলে’র খরচের ২লাখ ৭৬হাজার ৫৫৬টাকার ব্যবস্থা করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও এনজিও গুড এর নির্বাহী পরিচালক হাফিজার রহমান। এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক এদিন সকালে দুপচাঁচিয়া থানা, সহকারী কমিশনার(ভূমি) অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোবিন্দপুর ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

 

সর্বশেষ সংবাদ