মির্জা ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১২ অক্টোবর

নিজেস্ব প্রতিনিধি: বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়ে আগামি ১২ অক্টোবর ধার্য করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন গতকাল সোমবার সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়কে জেলহাজত থেকে আদালতে হাজির না করায় এই সময় আবেদন করা হয়। মামলার অপর আসামি মামলাটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিব-উন-নবী খান সোহেলদের পক্ষে সময় আবেদন করা হয়।২০১৩ সালের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচিতে হাজারেরও অধিক নেতা-কর্মী অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, লাঠিসোঠা, লোহার রড় নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী হোসেন ৩৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। চলতি বছর ৫ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস মামলাটিতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ সংবাদ