দৌলতপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

খন্দকার জালাল উদ্দীন:কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল অনুমান ৭ টার সময় মথুরাপুর ইউনিয়নের শালিমপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মহিষকুন্ডি থেকে ছেড়ে আসা ফারুক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিজের সদস্য ও স্থানিয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে বাচ্চু (৪০), হোসেনাবাদ গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হিমা(১৫) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রউফ(৫৫) কে   কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং হোসেনাবাদ গ্রামের মৃত সদের উদ্দিনের ছেলে নাড়ু হাজি(৫৫), বগুয়ান গ্রামের মসলে সর্দারের স্ত্রী কহিনুর (৫০), একিই গ্রামের মৃত আমির সর্দারের ছেলে খুরসেদ(৫৫), জয়পুর  গ্রামের করিম মিস্ত্রীর ছেলে আকিজ(৩৫) বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উল্লেক্ষ্য অবৈধ লছিমন,আলগামনসহ বহু অবৈধ যান বহনের জন্য তারাগুনিয়া-হোসেনাবাদ এই ২ কিঃমিঃ রাস্তাতে মাঝে মাঝেই দূর্ঘটনা ঘটে আসছে।

সর্বশেষ সংবাদ