জীবন সংগ্রামে বিজয়ী রায়গঞ্জের মাহবুবা

প্রতিনিধি,রায়গঞ্জ(সিরাজগঞ্জ): জীবন সংগ্রামে বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে মাহবুবা খাতুন। জানা যায় মাহবুবা খাতুনের ২০০২ সালে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় পারিবারিক ভাবে একই উপজেলা চান্দাইকোনা ইউনিয়নের লক্ষীবৃষ্ণপ্রসাদ গ্রামের আফসার আলী মুন্সীর পুত্র আব্দুল হাকিমের সাথে বিবাহ হয়। শুরু হয় জীবন সংগ্রাম। কোন কিছুই থামাতে পারেনি তাকে। স্বামীর পরিবার সামলিয়ে বাল্য মাহবুবা ২০০৩ সালে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন। অধ্যয়ন অবস্থায় ২০০৫ সালে মুশফিকুর রহমান নামে পুত্র সন্তানের জননী হন। ২০০৬ সালে হাজী ওয়াহেদ-মরিয়ম ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি, এবং একই কলেজ থেকে ২০১০ সালে বি.এস.সি পাস করেন। বিএসসি পাশ করে ২০১৩ সালে এনটিআরসিএ পরীক্ষায় উর্ত্তীণ হয়ে উপজেলার ভূঞাগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৮/০৯/২০১৪খ্রিঃ তারিখে বি.এস.সি(গণিত ও সাধারণ বিজ্ঞান) পদে শিক্ষক হিসাবে যোগদান করে জ্ঞানের আলো বিতরণ করছেন। তিনি ২০১৭ সালে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড কোর্স সম্পর্ণ করেন। ১৮/০২/২০১৮সালে এটুআই কর্তৃক আইসিটিফরই সিরাজগঞ্জ জেলা অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হন এবং ০৪/০৫/২০১৮ইং তরিখে শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন। তিনি শিক্ষাথীদের মেধা বিকাশের জন্য কিশোর বাতায়ন,নিয়মিত শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড এবং ব্লগে লেখালেখি করেন । তিনি এটু আই এর মুক্তপাঠ থেকে ১০টি সাটির্ফিকেট অর্জন করেছেন। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেসন এর মাধ্যমে প্রধান মন্ত্রীর পদক্ষেপ ব্যস্তবায়নের লক্ষে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শিক্ষকতার সাথে সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথেও জড়িত।

সর্বশেষ সংবাদ