পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সড়ক পরিবহন আইন ২০১৭এর মালিক-শ্রমিক স্বার্থ পরিপন্থী আইনের প্রতিবাদে গাইবান্ধা জেলা-বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী সদরের চৌমাথা মোড়ে রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, গাইবান্ধা জেলা-বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান মন্ডল বিচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, কোষাধ্যক্ষ ফিরোজ কবির, সদস্য নুর আলম, আয়নাল হক, ঢোলভাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি মোখলেছুর রহমান প্রধান প্রমুখ। এসম মালিকদের উপস্থিত ছিলেন এনামুল হক মকবুল, শহিদুল ইসলাম, জিল্লুর রহমান খাজা ও শহিদুল ইসলাম বাতেশা ছাড়াও গাইবান্ধা জেলা-বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শাখা ও বিভিন্ন আঞ্চলিক শাখার শ্রমিক নেতৃবৃন্দসহ মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ আইন বাতিলসহ দাবী দাওয়া পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ