শ্রীবরদীতে আইন অমান্য করে তামাক কোম্পানির বিজ্ঞাপন

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে তামাক কোম্পানির বিজ্ঞাপন অব্যাহত। জানা যায় শ্রীবরদী উপজেলার বিভিন্ন বাজারে ছোট বড় সকল বিড়ি সিগারেটের দোকান গুলোতে বিভিন্ন ভাবে আবুল খায়ের ট্যোবাকো,ঢাকা ট্যোবাকো,ব্রিটিশ ট্যোবাকো ও আকিজ গ্রুপ তাদের নিজ নিজ বিড়ি সিগারেটের বিজ্ঞাপন প্রচার করে আসছে যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ধুমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রন) আইন ২০০৫এর ৫ (১) (ক) তে বলা আছে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোন বই, লিফলেট, হ্যান্ডবিল, পোষ্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড, বা অন্য কোন ভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করবে না বা করাবে না। (খ) তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধ করার উদ্দেশ্যে এর কোন নমুনা বিনা মুল্যে বা স্বল্পমুল্যে জনসাধারনকে প্রদান বা প্রদানের প্রস্তাব করবে না বা করাবে না। অথচ আইনের এই সব ধারা অমান্য করে গোল্ডলীফ, স্টার, নেভী, শেখসহ বিভিন্ন সিগারেটের বিজ্ঞাপন প্রতিটি দোকানে শোভা পাচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় উক্ত আইনের বাস্তবায় জরুরী হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছাই পারে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ বাস্তবায়ন করতে। এমন আশা ব্যক্ত করেন শ্রীবরদীর সচেতন মহল।

সর্বশেষ সংবাদ