গোবিন্দগঞ্জে শিক্ষককে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার ইভটিজিং-এ প্রতিবাদ করায় তার উপর হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে শালমারা উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন আওয়ামীলীগ, কমিউনিটি পুলিশিং, এলাকাবাসীর যৌথ উদ্যোগে শালমারা রেলষ্টেশনের দু’ধারে শতশত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচী চলাকালে শালমারা ইউপি আওয়ামীলীগ সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফুর, প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ, মাদ্রাসা সুপার আবুল কাসেম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রধান, সহকারী শিক্ষক আবুল বাসেদ, মশিউর রহমান,আশরাফুল, জুয়েল, জাহাঙ্গীর আলম, সাজাহান আলী।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রফিকুল ইসলাম মাষ্টার হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তিসহ  বিক্ষুব্ধ জনতা ওই হামলাকারীদের বিচারের দাবীতে স্লোগান দিয়ে রেলপথে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে।  পরে জেলা আওয়ামীলীগের নেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু ও এসআই সফি, এএস আই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিমের বরাতে দ্রুত বখাটের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।
উল্লেখ্য’গত ২০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম মাষ্টার ইভটিজিং-এ প্রতিবাদ করায় ১০/১২ জনের বখাটে যুবক তাকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে এলোপাথারী কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনার্জ মজিবুর রহমান পিপিএম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ