পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রশাসক আব্দুস সামাদ-এর আদেশক্রমে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজারের পার্শ্বে অবৈধ বে বালু উত্তোলনের অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জমাদি ভেঙ্গে অকেজোসহ স্যালো মেশিন গুলো ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড তৌহিদুর রহমানের নেতৃত্বে থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স ৩ ব্যক্তিকে হাতে-নাতে আটক করে। পরে সন্ধ্যায় আটক ৩ ব্যক্তিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে আব্দুল আজিজ (৩০), একই গ্রামের আবুল মন্জুর পুলিশের ছেলে ফরহাদ মিয়া (৩২) ও একইগ্রামের মৃত মকবুলার রহমানের ছেলে নওশাদ আহম্মেদ রনি (৪৫)।

সর্বশেষ সংবাদ