পলাশবাড়ীতে উগ্রবাদীকরণ ও উগ্রবাদ প্রতিকার শীর্ষক সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলার যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদকরণ এবং সহিংস উগ্রবাদ প্রতিকার শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিউট (বিইআই)-এর আয়োজনে এবং ডিপার্টমেন্ট অব ফরেন্ট অ্যাফেয়ার্স ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, কানাডার অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিউটের মহা-পরিচালক মোহাম্মদ হুমায়ন কবীবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, আদর্শ কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা ও অপরাংশ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যোগ ফাউন্ডেশন কর্মকর্তা জিল্লুর রহমান খন্দকার। প্রকল্প অবহিতকরণ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বিআইয়ের উপ-পরিচালক (গবেষণা) আশীষ বণিক। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ সুধিমহল উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ