শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ স্লোগান নিয়ে শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভার শুরুতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মোরাদ আলী সরকার দিবসটির গুরুত্ব ও করনীয় সম্পর্কে আলোচনা করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আমিনুল ইসলাম ও সূর্যের হাঁসি ক্লিনিক শ্রীবরদী উপজেলা শাখার ম্যানেজা মো. শামীম আহম্মেদ।
সভাপতি বলেন, সকলকে নিজের কর্মক্ষেত্র নিয়ে স্বপ্ন দেখতে হবে। কাজকে ভালোবাসতে হবে। তাহলে সেবা মূলক কাজগুলো আনন্দদায়ক হবে। তিনি সেবা ও প্রচার সপ্তাহকে সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সর্বশেষ সংবাদ