দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই —ডেপুটি স্পিকার

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। তিনি আর ও বলেন বিএনপি, জামায়াত ক্ষমতায় এলে আখের গোছানোর চেষ্টা করে আর আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউপির মানিকগঞ্জ বাজারে গত শনিবার রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ত্রিমোহনী খেয়াঘাট- উল্ল্যাসোনাতলা পর্যন্ত সড়ক পাকা করন কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কচুয়া ইউনিয়নের আ’লীগ সভাপতি মহির উদ্দিন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুুদু, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মির্জা রফিকুল আলম প্রমুখ। এছাড়াও ওই দিন বাংলাবাজার-চোরকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মান কাজ ও ভরতখালী ইউনিয়ন আয়োজিত কর মেলা এবং এসকেএস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহম্মেদ লিটন, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, অধ্যক্ষ আফজাল হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ