আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে ৭ মাদকসেবীর জরিমানা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৭ মাদক সেবীকে তিন হাজার টাকা করে ২১ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২ ডিসেম্বর ) বেলা ১২টার দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছানাউল ইসলাম এ জরিমানা করেন।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার মালিপুকুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাগর (২১), উপজেলার পার-কাসুন্দা গ্রামের জয়নাল এর ছেলে রাজু (১৯) একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে শরিফুল (৩২) ফজেলের ছেলে রইচ (২৮) উপজেলার সাহেবগঞ্জ গ্রামের লোকমান হোসেনের ছেলে জোবায়ের হোসেন প্রত্যয় (২২), একই গ্রামের জলিলের ছেলে জুয়েল (২৭) ছাইফুল ইসলামের ছেলে আতিকুর রহমান শান্ত (১৯) ।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাতে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই এনায়েত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ৭ জনকে আটক করে পুলিশ। পরে তাদের রবিবার বেলা ১২টার দিকে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ সংবাদ