ঘাগোয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাজেট ঘোষণা করেন সদর আ.লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, হাজী ওসমান গণি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, দারিয়াপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সরকার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সমাজ সেবক হামিদ শিকদার, শহিদ মিয়া, মাহাবুর রহমান, রেজাউল করিম প্রমূখ। ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর খসরা মাজেট ঘোষণার তথ্য মতে ইউনিয়নে ২০১৭-১৮ অর্থবছরে সম্ভাব্য আয় সর্বমোট ১ কোটি ৫৯ লক্ষ ১ হাজার ২শ’ টাকা এবং সম্ভব্য মোট ব্যয় ১ কোটি ৫৮ লক্ষ ৪০ হাজার ২শ’ টাকা সেই সাথে উদ্বৃত্ত ৬১ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজেদুল হাসান প্লাবণ।

সর্বশেষ সংবাদ