গোবিন্দগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান বিষয়ক এক মতবিনিময় সভা রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা টিএইচও ডা. মজিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহাজুল ইসলাম ভূট্টু, ইউপি চেয়ারম্যান শাহ জাহান আলী সাজু, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ