পুলিশ টাউন স্কুল সাভার এর বিজয় দিবস উৎযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালা পুলিশ টাউন স্কুল সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়। সূর্য উদয়ের সাথে সাথে সমবেত জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসর প্রাপ্ত ডি আই জি ধনঞ্জয় সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আকতার আলী, অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক,অতিরিক্ত পুলিশ সুপার নুর মুহাম্মদ (অব.), সহকারি পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা এস. এম. এ রুমি (অব.)।এ সময় আর ও উপস্থিত ছিলেন ডা.সফিকুল ইসলাম রুবেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইফতেখারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড় শুকতারা আব্দুল বাতেন খান লিটন,রাসেল আহম্মেদ,নাজমুল হুদা,জিয়াউর রহমমান, শাহিনুল হক,সাইফুল ইসলাম, সীনা আক্তার, লাকী,আব্দুল আলীম, সেলিম রেজা শুভ্র, প্রশান্ত সাহা প্রমূখ।প্রায় ৫০ জন শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অন্যান্য কর্মসূচির মধ্যে ক,খ ও গ বিভাগের বালক বালিকাদের দৌড়, ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিকেলে বালকদের প্রীতি ফুটবল ও মহিলাদের সংগীতের তালে তালে চেয়ার খেলা দর্শকগন উপভোগ করেন।সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগীত, আবৃতি ও নৃত্য পরিবেশনা করে অতসি করিম,দোলা,জান্নাতুল, জাফরীন,সাঁজ, মিতু,রিতু, ফারলিহা রিনি,সাইফা মিসেস হীরা বেগম, নাসির উদ্দিন,রাহিব খান সাকিব, ক্ষুদে গান রাজ স্মৃতি প্রমূখ। সংগীত সংগত করেন নুরুল হাসান( বাঁশি),শুভ সরকার (ঢোল),মোশারফ( কীবোর্ড) সয়ন সরকার (গীটার), লিটন (অক্টোপ্যাড)।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পুলিশ টাউন স্কুলের অধ্যক্ষ মাসউদ করিম।তাকে সহযোগিতা করেন পুলিশ টাউন স্কুলের শিক্ষক খন্দকার মাহমুদা খানম,সানজিদা ইয়াসমিন, সরহানী তাবাসুম।

সর্বশেষ সংবাদ