শ্রীবরদীতে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদীÑঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের (নৌকা প্রতীক) নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযেগি সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী এমপি একেএম ফজলুল হক চাঁন। তিনি বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, এ আসনে বিগত ১০ বছরে যা উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর আর কেউ উন্নয়ন করতে পারে নাই। আরো উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। এজন্য চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজুর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন ছানোয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন নাহার কামাল, সাধারন সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু ছালেহ মো. নুরল ইসলাম হিরু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আল ফারুক ডিউন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগ সভাপতি ও কামারের চর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম ভাসানী, উপজেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র আবু সাইদ, জেলা আওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা ছাত্রলীগের আহবায়ক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন, আহবায়ক এ্যাড. মেরাজ উদ্দিন মেরাজ প্রমূখ। পথসভায় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীসহ পাঁচ সহ¯্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ