শেরপুর ৩ আসনে বিএনপির প্রার্থী রুবেলে গণসংযোগে বাঁধা আটক ১

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: গণসংযোগে পুলিশ বাঁধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। তিনি ১৯ ডিসেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল গ্রামে গণসংযোগে গেলে এ বাঁধার সন্মুুখীন হন বলে জানান তিনি। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
মাহমুদুল হক রুবেল বলেন, সকাল ১০টার দিকে গণসংযোগে এসে এ গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উঠান বৈঠকে পুলিশ গিয়ে বাঁধা দেয়। পরে সেখান থেকে আব্দুল মতিন মাওলানার ছেলে শফিউল আলমকে আটক করে নিয়ে যায়। এতে আশপাশের লোকজন ভয়ে সেখান থেকে চলে যায়। এ পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ বিঘœ ঘটছে। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠ্য পরিবেশ ও নিরাপত্তার আহবান জানান। এ ব্যাপারে পুলিশ জানান, সেখানে আওয়ামীলীগের পূর্ব ঘোষিত উঠান বৈঠকের কর্মসূচী ছিল। এ জন্য তারা নিরাপত্তা বিঘœ ঘটার আশংকায় সেখানে গিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ