পলাশবাড়িতে ডাকাতের হামলায় ৩ পুলিশ সদস্য ও পুলিশের গুলিতে ডাকাত সর্দার আহত

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন সাকোয়া ব্রীজ এলাকায় পুলিশের উপর ডাকাতের হামলার ঘটনার সময় গত মঙ্গলবার গভীর রাতে ইস্রাফিল হোসেন (৩৪) নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ ও পলাশবাড়ি থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- থানার এসআই আব্দুল আজিজ, এএসআই সাইফুল ইসলাম ও কনষ্টেবল লিটন মিয়া। আহত ডাকাত সর্দার ইস্রাফিল পলাশবাড়ি উপজেলার মহদিপুর ইউনিয়নের পার আমলাগাছি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তার বিরুদ্ধে সড়ক ডাকাতিসহ ১৩টি ডাকাতির মামলা রয়েছে।
পলাশবাড়ি থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাট বাজার এলাকা থেকে ইস্রাফিল হোসেন নামে ওই দুধর্ষ ডাকাত সর্দারকে আটক করে। পরে থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তার অন্যান্য সহযোগিদের আটক করার উদ্দেশ্যে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাকোয়া ব্রীজ এলাকায় অভিযানে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ তাদের উপর চড়াও হলে তারা পালিয়ে যায়। এরই এক পর্যায়ে আটক ডাকাত সর্দার ইস্রাফিল পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে সে আহত হয়। আহত ডাকাত সর্দার ইস্রাফিল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে আহত ৩ পুলিশ সদস্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান, ওই ঘটনায় পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ