মংলা মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা : (মংলা, বাগেরহাট) : নিজস্ব উদ্যোগে পুরো রমযান মাসে দুস্থ ও প্রতিবন্ধিদের নামমাত্র মূল্যে চাল, তেল, ছোলা, চিনি দেওয়ার শুরু করেছেন মংলা পৌর মেয়র জুলফিকার আলী। শুক্রবার প্রথম রোজ থেকে শহরের মামার জেটি এলাকা থেকে এগুলি বিক্রি করা শুরু হয়েছে।এ ব্যাপারে মংলা পৌর সভার উচ্চমান সহকারী মো. সহিদ জানান- এটি সম্পূর্ণ মেয়রের ব্যাক্তিগত উদ্যোগ। সকাল ১০ট থেকে বিকেল ৫টা পর্যন্ত এখান থেকে একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা, ও এক কেজি চিনি ক্রয় করতে পারবেন।মংলা বণিক সমিতির সভাপতি হাবিব মাস্টার বলেন- রোজার মাসে এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধোগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। সেখানে মংলা মেয়রের এই উদ্যোগ নিঃসন্দেহে জন কল্যাণ মূলক।

সর্বশেষ সংবাদ