কালাই শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কালাই (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের কালাই শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।  নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষকরা সাংবাদিকদের জানান, চলতি বছরের ১৮ মার্চ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে ২৫ জন সহকারী শিক্ষক পদে যোগদান করে। কিন্তু যোগদানের পর থেকে এ পর্যন্ত তারা কোন বেতন-ভাতা পাননি। তাদের অভিযোগ, চাকুরিতে যোগদানের সময় উপজেলা শিক্ষা অফিসের কর্মচারীরা (শ্যামল চন্দ্র সরকার এবং সুইটি বেগ) এসব শিক্ষকের  সার্ভিস বুক ঠিক করাসহ বেতন-ভাতা ধরে দেয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জন প্রতি গড়ে দেড় হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। আরো টাকার দাবিতে এ অফিসের কর্মচারীরা তাদের বেতন-ভাতা বন্ধ করে রাখায় তারা এখন হতাশা প্রকাশ করেছেন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা যতন কুমার দেবনাথ বলেন, বিষয়টি আমার অজানা। এ ব্যাপারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ