কবিতা-আমি নুসরাত বলছি–খোরশেদ আলম খোকন

প্রিয় স্যার, আমি নুসরাত বলছি!
আমার সাদা ব্যান্ডেজে মোড়ানো
মিথ্যে জলছবি দেখে দেখে,
হয়তো কিছু স্মৃতির আবেগ বুকে নিয়ে
আমাকে ভালবেসে অনেকেই
আপনার উপর মিথ্যা অপবাদ চাপাচ্ছে!
প্রতিবাদ করে অনেকেই বলছে_
ধর্ষকের ফাঁসি চাই! ফাঁসি চাই!!
কি করবেন বলেন, ওরা হয়তো জানেনা?
ভেতরে আপনার আরেকটি মন আছে!
একদম চিন্তা করবেন না স্যার!
ভয় নেই আপনার।
এরকম অস্থির হলে কী চলবে বলেন?
আজ হয়তো আমি চলে যাচ্ছি!
আমি ছাড়া সবাইতো থাকছে, নাহ্!
আপনি এতো ঘাবড়াচ্ছেন কেন?
অনেকেই জানে আপনি নির্দোষ!
বড়জোর আর দু’একদিন চলবে…
তারপর, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
জনশূন্য হয়ে গেছে গণজাগরণ মঞ্চ;
সাদা কফিনে ঢাকা মৃত্যুর মিছিল,
লেজগুটিয়ে ফিরে গেছে দু’দিনের মানববন্ধন।
দেখবেন, চৈত্রের উড়ো চণ্ডালী ঝড়ে উড়ে গেছে,
নুসরাত নামের যতসব কাল্পনিক রঙিন লিফলেট, প্ল্যাকার্ড।
ক্ষমতার ফ্লুয়িডে মুছে গেছে,
লাল রক্তের উপরে দানবের থাবার চিহ্ন!
স্যার, একদিন আমি শুনছিলাম।
রাফিয়া অভিনীত “মিথ্যে প্রেমের ফাঁদে” আপনার রোমাঞ্চকর আরেকটি নাটক মঞ্চস্থ হবার কথা?
সেটা বরঞ্চ তারাতারি হলেই ভালো।
হয়তো সেটা পেলেই দর্শক ভুলে যাবে,
আপনার ঘাড়ে চপে বসা মিথ্যা গ্লানি।
সবাই ভুলে যাবে এই নুসরাত অভিনীত মঞ্চস্থ নাটক “পোড়া দেহের আর্তনাদ”।
ভুলে যাবে  নুসরাতকে…
ভুলে যাবে নুসরাতকে নিয়ে আপনার শ্লীলতাহানি!
সেদিন আপনাকে কেউ ধর্ষক বলবেনা,
আর স্লোগান তুলে তুলে বলবেনা,
অনতিবিলম্বে ফাঁসি চাই!
অভিনয় জগতে আপনার অনেক অভিজ্ঞতা,
সেটা আমি জানি।
একদিন নিশ্চিত পদন্নোতি পেয়ে
পাল্টে যাবে আপনার নাম, চরিত্র, পদবী…
একদিন আপনি অনেক ভালো রচয়িতা হবেন।
অভিনেতা হবেন!
সত্য ও বাস্তবচিত্র পরাজিত হয়ে_
শরমে লেজগুটিয়ে পালাবে।
হার মেনে যাবে আপনার অভিনয়ে…

সর্বশেষ সংবাদ