কুস্টিয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০ টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে এ মানববন্ধন-সমাবেশ করা হয়।দেশের সকল মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা ১০ হাজার টাকা করার দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা সাংগঠনিক ইউনিট কমান্ড ও কুষ্টিয়া সদর উপজেলা সাংগঠনিক কমান্ড। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা সাংগঠনিক ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলি নীলা, তাইজাল আলী খান, স্বপন কুমার নাগ, আবু তৈয়ব, কানাই লাল শর্মা প্রমুখ।
   কুষ্টিয়ায় বাগান থেকে আম পেরে নিলেন দুস্কৃতিকারীরা
মিরপুর, কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় আম বাগানের প্রায় ১ হাজার আম গাছ থেকে আনুমানিক ৪০ মণ আম পেরে নিলেন দুস্কৃতিকারীরা। কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর ইউনিয়নের নগর মহম্মদপুর জিকে প্রধান সেচ খাল আরটু গেট সংলগ্ন ম্যাজিক ইফ ফাউন্ডেশনের প্রকল্পের আওতায় বাগান থেকে এ ঘটনা ঘটে। জানাগেছে, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রায় ১০ বিঘা লিজকৃত জমির উপর ম্যাজিক ইফ ফাউন্ডেশনের প্রকল্পের আওতায় ফলের বাগান গড়ে তোলা হয়। কিন্তু হঠাৎ করে এলাকার চিহ্নিত দুস্কৃতিকারীর কুনজরে পরে বাগানটি। দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে চলেছে প্রশাসন, তখন দুষ্কৃতিকারী কর্তৃক অন্যের বাগান থেকে আম পাড়ায় হতবাগ হয় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার বিকেলে একদল সংঘবদ্ধচক্র বাগানের ভিরত প্রবেশ করে প্রায় ১ হাজার আম গাছ থেকে আনুমানিক ৪০ মণ আম পেরে নিয়ে আনন্দ উলাস করতে করতে চলে যায়। এ ঘটনার তদন্ত পূর্বক দোষিদের বিচার দাবি করেছেন ম্যাজিক ইফ ফাউন্ডেশনের প্রকল্পের চেয়ারম্যান মনোজ কুমার মজুমদার এবং জেনারেল সেক্রেটারি তরুণ কুমার ঘোষ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ