পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মতবিনিময় ও পরিচিতি সভায় সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় জেলার সমস্যা, সম্ভাবনা, অপরাধ, মিথ্যা মামলা, মাদক পাচার, মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও পঞ্চগড়ে জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একশ্রেণির ভ’মিদস্যূ কর্তৃক অন্যের জমি দখল কার্যক্রম রোধে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকরা। সভায় নবাগত পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রোকনুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিল উদ্দিন, সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম, ডিআইওয়ান মাসুদ রানা, ডিবি ওসি মো. আবদুল বাতেনসহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শের প্রতি দৃষ্টিপাত করে নবাগত পুলিশ সুপার বলেন, ২০তম বিসিএস এ পদোন্নতি পেয়ে পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে আমার প্রথম যোগদান। সাংবাদিকদের সহযোগিতা পেলে ফেনসিডিলসহ সকল প্রকার মাদকদ্রব্য নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ের ছাত্র ছিলেন উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, আপনারা (সাংবাদিক) বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেষণ করবেন যা পুলিশ বাহিনীর পক্ষে কাজ করতে সহজ হবে। এ সময় জেলা প্রেস কাবের সভাপতি আনিছ প্রধান, সাধারণ সম্পাদক শাহজালাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক রাজিউর রহমান রাজু, প্রেস কাবের সভাপতি এ রহমান মুকুর, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংবাদিক আবদুর রহিম, সোয়েব আলী সবুজ, এম এ তোয়ালেব, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ