তুহিন হত্যায় মানবাধিকার কমিশনের নিন্দা

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিনকে বীভৎসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে সুনামগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) ৭ নভেম্বরের মধ্যে ঘটনার তদন্তপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে চিঠি দিয়েছে কমিশন।

মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় কমিশনের চেয়ারম্যান বলেন, ‘কমিশন লক্ষ্য করছে, সমাজের কিছু সংখ্যক মানুষের মানবিক মূল্যবোধের চরম অবনতির ফলে বিভিন্ন ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। গতকাল দুর্বৃত্তদের দ্বারা সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিনকে অত্যন্ত নিষ্ঠুর ও বীভৎস কায়দায় যে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে কমিশন।

প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

ওই ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে আমলে নিয়ে সুনামগঞ্জের এসপিকে ৭ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিশনকে অবহিত করার জন্য চিঠি দিয়েছে।

সর্বশেষ সংবাদ