কুমিল্লা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব সংবাদদাতা কুমিল্লা : কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও উৎপাদন-মেয়াদ বিহীন খেজুর অধিক দামে বিক্রির দায়ে নগরীর টমছমব্রীজ এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পবিত্র রমযান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার নগরীর টমছমব্রীজ এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অধিক দামে খেজুর বিক্রির দায়ে ইপিজেড সড়কের রোসা সুপার মার্কেট থেকে ৫ হাজার টাকা, উৎপাদন-মেয়াদ ও মূল্য না থাকায় টমছমব্রীজ এলাকার খেজুর বিক্রেতা জালাল, ইয়াছিন, সালাম, খলিলসহ প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ডায়মন্ড ফুডস্ নামে একটি কনফেকশনারী ও একটি হোটেল থেকে ৪হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন জানান, রমযান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ সংবাদ