ধোনির বাড়িতে জুতা নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

ঢাকায় বাংলাওয়াশের পর হামলার আশঙ্কায় ভারতের রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির বাইরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
কিন্তু এর আগেই বিক্ষুদ্ধ, উগ্রপন্থী ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্যাপ্টেন কুলের বাড়িতে ইট-পাটকেল ও ছেঁড়া জুতা ছুঁড়ে মারে। বাড়ির নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, কয়েকটি ছেঁড়া জুতা রাঁচি পুলিশের সদস্যদের কাছে হস্তান্তর করে।
এর পরপরই বাংলাদেশ সময় দুপুর নাগাদ ধোনির বাড়িতে নিরাপত্তা জোরদার করা হযেছে।
ভারতীয় গণমাধ্যম আরপ্লাস নিউজের একটি টুইটার বার্তায় এ খবর জানা যায়।
মিরপুরে আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ হারলেই বাংলাওয়াসের স্বাদ পেতে হবে ভারতকে।
ভারতীয় উগ্রপন্থী সমর্থকদের পক্ষ থেকে হামলার বিষয়ে দেশটির গোয়েন্দাদের কাছে সতর্কবার্তা আগে থেকেই ছিল বলেও খববে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয়ের ঠিক আগ মুহুতের্েই স্থানীয় পুলিশ এমন নিরাপত্তা জোরদার করেছিল।
এর আগে, ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরও আক্রান্ত হয়েছিল ধোনির বাড়ি। তখন অবশ্য বাড়িটি নির্মাণাধীন ছিল। পরে ২০১৩ সালেও একবার তাঁর বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল ক্ষুব্ধ সমর্থকেরা।
এ সকল বিষয় মাথায় রেখে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আজকের এই বাড়তি নিরাপত্তার আয়োজন।

সর্বশেষ সংবাদ