ফিতরা সর্বনিম্ন ৬০ ও সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা

গতবারের তুলনায় এবছর ঈদুল ফিতরে জনপ্রতি ফিতরার হার কমেছে। এবার সাদকাতুল ফিতরার হার সর্বনিম্ন ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গতবার ছিল ৬৫ টাকা।

বধুবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এর হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের দ্বীনি ও দাওয়া বিভাগের পরিচালক এ এম সিরাজুল ইসলাম। ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এ সভায় উপস্থিত ছিলেন।

এবার জনপ্রতি ফিতরার হার সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গতবছর ছিল ২ হাজার টাকায়।
ইসলাম ধর্ম অনুযায়ী, প্রত্যেক মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে বাবাকে এ ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদ-উল ফিতরের নামাজের আগেই।

সর্বশেষ সংবাদ