নওগাঁর ধামইরহাটের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা,জনদূর্ভোগ চরমে

(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর ধামইরহাটের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে হাজার হাজার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ ধামইরহাট পৌরসভার সামনে আমাইতাড়া-আগ্রাদ্বিগুন সড়কের ফার্র্শিপাড়া মোড় পর্যন্ত অংশ দির্ঘদিন যাবত সংস্কার না করায় ওই সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার সবচেয়ে ব্যস্ততম মোড় আমাইতাড়ার উপর দিয়ে উমার,আলমপুর,খেলনা,আগ্রাদ্বিগুন ও পৌর এলাকা এবং পার্শ্ববর্তী সাপাহার ও পোরশা উপজেলার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্নস্থানে যাতায়াত করে। বর্তমানে সড়কটি সংস্কারের অভাবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্ত পানিতে ভরে যায়। অনেক সময় বিভিন্ন প্রকার যানবাহন ও পথচারীদের এসব গর্তে নাকানী চুকানী খেতে হয়। তাছাড়া রাস্তার পার্শে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার পানি বর্তমানে ওই রাস্তার উপর জমা হচ্ছে। এলাকার প্রবীণ ব্যক্তি মুক্তিযোদ্ধা মো.মোজাম্মেল হক বলেণ,রাস্তাটি জলাবদ্ধতা হয়ার কারণে মুসল্লিদের ব্যাপক সমস্যা হচ্ছে। ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মো.শরিফুল ইসলাম বলেন,ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন বলেন,ওই সড়কটি এলজিইডির আওতাধীন। তবে যেহেতু পৌরভবনের একেবারে সম্মুখে সেহেতু পৌর কর্তৃপক্ষ ওই রাস্তার সংস্কার করা দরকার। ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান বলেন,সড়কটি এলজিইডির আওতাধীন হলেও এলাকার নাগরিকদের দুর্ভোগ লাঘবে পৌরসভার পক্ষ থেকে ওই রাস্তা সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্ষার পরই কাজ পুরোদমে শুরু হবে।

সর্বশেষ সংবাদ