কালাইয়ে বাস ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২১

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: খামুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ২ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ২১ জন। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ২ জনের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের শিমলতলী ব্রিজের পাশের্^ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই শিমলতলী ব্রিজের পাশের্^ বগুড়া গামী মাহিরা এন্টারপ্রাইজের (বগুড়া-জ-১১-০০৩৯) সাথে অপর দিক থেকে যাত্রী নিয়ে আসা ব্যাটারী চালিত অবৈধ অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনা স্থলেই ২ জন নিহত হয়। নিহতরা হলেন- কালাই পৌসভার সড়াইল মহল্লার অটোভ্যান চালক ফরিদ হোসেন (৪৮) এবং ভ্যান যাত্রী একই মহল্লার আলহাজ¦ আব্দুল মান্নান। আহতরা হলেনÑ কালাই উপজেলার সড়াইল মহল্লার শামিম ও মাজেদ, বোড়াই গ্রামের ববিতা ও খোরশেদ, পাঁচশিরা বাজারের রবিউল ও রেজা, কালাই সদরের বেলাল, রাঘবপুর গ্রামের তোতা, বহুতি গ্রামের ফিরোজ, ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের জাকের, বুড়াইল গ্রামের সবেদা, বগুড়ার সেউজগাড়ীর ময়না, নওগাঁ জেলার ধামুরহাটের রাঙ্গামাটি গ্রামের মোতাহার এবং টাঙ্গাইল জেলার মধুপুরের জলিল ও হাওয়া। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। আহতের সংখ্যা আরও বেশী হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। #

সর্বশেষ সংবাদ