গাইবান্ধায় সাঁওতাল আদিবাসী পল্লীতে ওয়ার্কার্স পাটির কাপড় বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমাড়া ইউনিয়নের জয়পুরপাড়া ও মাদারপুর এলাকায় সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ কালে পলিটব্যুরোর সদস্য জননেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ বলেন, রংপুর সুগারমিল জোন এলাকা সাহেবগঞ্জ ইক্ষুখামার থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের গুলিতে নিহত ৩ সাঁওতাল ও লূটতরাজকারীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এসব সাঁওতালদের সরকারীভাবে পূর্ণবাসন করার দাবী জানান।
গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমাড়া জয়পুরপাড়া সাঁওতাল আদিবাসী পল্লীতে ওয়ার্কার্স পাটির উপজেলা সম্পাদক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে এক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পাটির নেতা কমরেড প্রণব চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পাটির নেতা কমরেড রফিকুল ইসলাম, কমরেড আওয়াল বিএসসি, বাবলু মিয়া, আব্দুল খালেক প্রমূখ। শেষে অসহায় সাঁওতাল আদিবাসীদের মাঝে কাপড় বিতরণ করেন, প্রধান অতিথি জননেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ।

সর্বশেষ সংবাদ