বগুড়ার গাবতলীতে বাড়ীরাস্তা’কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ স্কুল ছাত্র নিহত,আহত ৬, গ্রেফতার ৬

উত্তরবঙ্গ নিউজ ডটকম.গাবতলী(বগুড়া)প্রতিনিধি (আল আমিন মন্ডল)ঃ বগুড়ার গাবতলী নশিপুরের ছোট ইটালী গ্রামে বাড়ীরাস্তা’কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে বাগবাড়ী কেএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আল আমিন (১৫) নিহত’সহ কমপক্ষে ৬জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ছোট ইটালী গ্রামে। এ ঘটনায় পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নশিপুরের ছোট ইটালী মধ্যপাড়া গ্রামের প্রবাসী খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামে বাড়ীরাস্তা নিয়ে মোজাম মোল্লা ও আব্দুল কুদ্দুস মাষ্টারের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গ্রামবাসী শালিসী বৈঠকে উভয়পক্ষের ৩ফিট করে ৬ফিট রাস্তা চলাচলের জন্য সিদ্ধান্ত দিয়ে সমযোতা করে দেন। প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী-পুত্র ও পরিবার সমযোতা না মেনে বসতবাড়ী সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে মোজাম মোল্লা পরিবার বাঁধা দেয়। এরপর গতশুক্রবার সকাল ১১টায় খলিলুর রহমান পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে আব্দুল কুদ্দুস মাষ্টারের পুত্র কামরুল ইসলাম বাড়ী ফেরার পথে নদীর পাশের্^ বাচ্চুবাড়ী সামনে তাঁর পথরোধ করে। এ সময় গ্রামবাসী ছুটে বসে তাঁকে উদ্ধার করে বাড়ী পৌছে দেয়। এরপর বিকেল সাড়ে ৪টা দিকে আব্দুল কুদ্দুস মাষ্টার বাগবাড়ী বাজার থেকে বাড়ী ফেরার পথে ছোট ইটালী অলিদার বাজারে পৌছিলে সেখানে পূর্বে থেকে ঔৎপেতে থাকা খলিলুর রহমানের স্ত্রী-পুত্র ও হবিবুর রহমানের লোকজন তাঁকে আটক করে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এ খবর পেয়ে আমজাদ, আমিনুর, জনি, আল আমিন, রাহান ও রাজ্জাক এগিয়ে আসলে তাদেরকেও পথরোধ করা হয়। এরপর পরিকল্পিত ভাবে ফটিক, শহিদুল, পিন্টু, বাচ্চু, বাবলু, আলম, প্রবাসী খলিলুরের স্ত্রী পিয়ারা, পুত্র রিজওয়ান, শান্তনা, মেরিনা, মুক্তি’সহ তাঁদের লোকজন প্রতিপক্ষদের উপর হামলা চালিয়ে এলোপাথারী ভাবে মারপিট করলে একই গ্রামের আমজাদ (৪৫), আমিনুর (৩৫), আল আমিন (১৫) ও অপরপক্ষের ফটিক (৪০), বাবলু (৪৫) ও রেজওয়ান (১৮) আহত হয়। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০জুন শুক্রবার রাঁত ৩টা ৩০মিনিটে আহত আল আমিন মারা যায়। খবর পেয়ে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থালে ছুটে গিয়ে এলাকার পরিবেশ নিয়ন্ত্রনে এনে ঘটনাস্থান থেকে বাবলু (৪৫), আবু বকর (৪২), শামীম (৩৫), মান্নান (৪০), ফারুক (৩০) ও ইয়াকুব (৪৫) কে গ্রেফতার করে। সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল ফজল-ই-খুদা পলাশ ও গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাবতলী মডেল থানা ওসি খায়রুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সর্বশেষ সংবাদ