বগুড়ার শেরপুরে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত ॥ জনমনে স্বস্থি

শেরপুর(বগুড়া)প্রতিনিধি-বগুড়ার শেরপুরের হাতিগাড়াসহ উপজেলার সর্বত্রই মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন চাঁদাবাজ সন্তাস ছ্যাচ্চর ছোট বড় সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম’র নির্দেশক্রমে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান ও পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলামের নের্তৃত্বে উপজেলা ব্যাপি চলছে পুলিশের বিশেষ অভিযান। পুলিশের এই বিশেষ অভিযানে স্বস্তি ফিরে আসছে সাধারণ মানুষের মাঝে। আতংক বিরাজ করছে অপরাধীদের মাঝে।
প্রকাশ করা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় ৫ লক্ষ মানুষের চোখের ঘুম নিশ্চিত হচ্ছে পুলিশের এই অভিযানে। সাম্প্রতিক সময়ে শেরপুরে আকশ্মিকভাবে মাথা চাড়া দিয়ে উঠে ছোট বড় ও মাঝাড়ি ধরনের কতিপয় অপরাধী। রাজনৈতিক চাপের কারনে পুলিশের সঠিক দায়িত্ব পালনে অনেকটা প্রতিবন্ধকতা তৈরী হয়েছিল। কিন্তু পেশাদার নির্ভিক পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ খান মোঃ এরফান ও পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম সকল ভয়ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে সাহসীকতার সাথে অপরাধ দমনে আপসহীন পুলিশি তৎপরতা চালিয়েছেন। এতে স্বাগত জানিয়েছে শেরপুরের সর্বস্তরের মানুষ। তাদের এই কর্ম তৎপরতার ফলে অপরাধীদের মনোবল ভেঙ্গে পরেছে আশেপাশের থানা গুলোতেও। গত বৃহস্পতিবার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের হাতিগাড়া নামক স্থানের সাউদিয়া পার্ক সিটির হলরুমে একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের জিহাদী সমাবেশের ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদগুলোর আলোকে নরেচরে বসেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ