কুষ্টিয়ায় সেমাই কারখানাকে জরিমানা

নিজস্ব সংবাদ দাতা ,কুষ্টিয়া : অস্বাস্থ্যকর পরিবেশ আর পচা সেমাই রাখার দায়ে কুষ্টিয়ায় তিনটি সেমাই প্রস্তুত কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজারে তিনটি সেমাই প্রস্তত কারখানায় অভিযানে যায় র‌্যাব সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত।এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বাসি পচা সেমাই মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল মুনমুন ফাওয়ার মিলস্ ও জাফর ফাওয়ার মিলস্কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।একই অপরাধে ও বিএসটিআই’র অনুমোদন না থাকায় আশরাফ ফাওয়ার মিলস্কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে কারখানার মালিকদের তিন মাসের কারাদ- প্রদান করে আদালত। তবে আদালতকে জরিমানার টাকা প্রদান করেন মালিকরা। এছাড়াও কারখানা তিনটি থেকে বিপুল পরিমাণ নষ্ট সেমাই জব্দ করেন আদালত।অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম ও রোকসানা বেগম কুষ্টিয়া শহরস্থ মিউনিসিপালিটি বাজারে পচা খেজুর বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ৭ হাজার টাকা জরিমানা করেন এবং প্রচুর পরিমাণে খাবার অনুপযোগী খেজুর জব্দ করে ধ্বংস করা হয়।

সর্বশেষ সংবাদ