পল্লীশ্রীর উদ্যোগে দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন

নিজস্ব সংবাদ দাতা ,দিনাজপুর : দিনাজপুর পল্লীশ্রীর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অতি দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৯ জুন সোমবার দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে দিনাজপুর পল্লীশ্রীর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় চলৎ স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় অতি দরিদ্র মানুষের চোখের ছানির সমস্যা স্থায়িভাবে নিরসনের জন্য ১৭ জন অতি দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মো. শহিদুল ইসলাম এর নিবিড় তত্বাবধানে ওই চোখের ছানি অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। অপরেশন কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল হক ছুটু, ম্যানেজার মো. শফিকুল ইসলাম, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া আখতার প্রমুখ। অপারেশন কার্যক্রমের সার্বিক তত্বাবধান করেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মো. আবুল কাশেম ও প্রকল্প সমন্বয়কারী শামীমা বেগম পপি।

সর্বশেষ সংবাদ