দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বর কাছে রোল মডেল … দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

উত্তরবঙ্গ নিউজ ডটকম.বগুড়া বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ বিশ্বর কাছে দুর্যোগ মোকাবেলায় রোল মডেলে পরিণত হয়েছে। গত ৩ মাস ১৩ দিনে দেশ কয়েকটি বড় বড় দুর্যোগ পার করেছে। হাওড় এলাকায় উঠতি ইরি-বোরো ফসল পানিতে নিমজ্জিত, সমুদ্রে ১০ নম্বর মহা বিপদ সংকেত, পাহাড়ে ভূমিধস, পাহাড়ী ঢলে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা। কিন্তু কোথাও সরকার ব্যর্থ হয়নি। শেখ হাসিনার সরকার হাওড় অঞ্চলে মানুষকে আগামী ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্য সহায়তা দিয়ে যাবে। তেমনি বন্যা কবলিত এলাকার মানুষ যতদিন পানি বন্দি ও বাঁধে আশ্রীতরা ঘরে ফিরে না যাবে ততদিন তারা খাদ্য সহায়তা পেতে থাকবে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ চারমাথা মোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একই মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, যুগ্ম সচিব মহসিন আলী, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দীকী, পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সারওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ এলাকায় নদী ভাঙ্গন ও বন্যা কবলিতদের জন্য ১৫ লক্ষ টাকা অতিরিক্ত আরও ১শ মে:টন চাউল ও ৫শ বান্ডিল ঢেউটিন বরাদ্দের কথা ঘোষণা করেন। সচিব শাহ কামাল তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মুজিব কিল্লা নামে একটি প্রকল্প বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়িত হলে ২০২১ সালে দেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, এলাকার মানুষ না চাইতেই সকল রকমের সমস্যা সমাধান করছে বর্তমান সরকার। এজন্য আপনাদেরকে আগামী দিনে এ সেবার কথা মনে রাখতে হবে। যুগ্ম সচিব মহসিন আলী বলেন, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এলাম কিন্তু একই স্থানে সভা দেখে মনে হচ্ছে বন্যা তেমন একটা হয়নি। শেষ খবর পর্যন্ত মাননীয় মন্ত্রী জেলা প্রশাসনের সভা কক্ষে দূর্জোগ ব্যবস্থা সক্রান্ত এক সভায় অংশ নেবার কথা ছিল ।

সর্বশেষ সংবাদ