বগুড়া-৩ আসনে আওয়ামীলীগ বিএনপির প্রায় ডজন খানেক সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন

মোঃ মমিন খান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকায় আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আওয়ামীলীগ ও বিএনপির প্রায় ডজন খানেক সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশিরা আগাম বিলবোর্ড টানিয়ে ও বিভিন্ন স্থানে কৌশল অবলম্বন করে প্রচারনার মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছে।
বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনটি ১৯৯১ সাল থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করায় এই আসনটি জাতীয় পাটী (এরশাদ) এর মনোনীত প্রার্থী এ্যাড, নৃরুল ইসলাম বিনা প্রতিন্দন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসাবে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মৃধা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক শ্রী অজয় কুমার, বগুড়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড, আব্দুল মতিন পিপি, শ্রী শ্যামল কুমার মহন্ত সম্ভাব্য প্রার্থী হিসাবে বিভিন্ন স্থানে ছবিসহ বিলবোর্ড টানিয়ে ভোটারদের নিকট কৌশলে প্রচারনায় নেমেছেন। অপরদিকে বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তিনি এখন পলাতক রয়েছে। যার কারনে এবার তিনি প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে বিএনপি থেকে দলীয় মনোনয়র প্রত্যাশি হিসাবে এখন যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরো, দুপচাঁচিয়ার বিএনপি নেতা আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি এ্যাড, মকলেছুর রহমান। জাতীয় পাটী (এরশাদ) জাসদ এবং জামায়াতে ইসলামের আগাম নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছেনা। তাদের কর্মিরা জোটগত ভাবে নির্বাচনে প্রার্থীদের পক্ষে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে নেতাকর্মিরা জানান।

সর্বশেষ সংবাদ