বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌরসভা হলরুমে ১৭ জুলাই সোমবার দুপুরে এক অনাড়ম্বর পরিবেশে ২০১৭-২০১৮ অর্থ বছরে জন্য ২৫ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার।
উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো: এরফান, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু। প্যানেল মেয়র কাউন্সিলর নাজমুল আলম খোকনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলর নিমাই ঘোষ, রেজাউল করিম সিপ্লব,জাহিদুর রহমান টুলু, ফিরোজ আহম্মেদ জুয়েল,সংরক্ষিত মহিলা কাউন্সিলর আরজুমান আরা লিলি, ফরিদা হক প্রমুখ। বাজেটে প্রশ্নোত্তর পর্বে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংবাদিক সাকিল মাহমুদ পৌর নাগরিকদের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখলে পৌর মেয়র উত্তরপর্বে তা এড়িয়ে যান। আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য প্রস্তাবিত প্রায় ২৬ কোটি টাকার বাজেটে পৌর বাসির জীবন নিরাপদময়, স্বাছন্দময় রাস্তা সংস্কার, বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যাবস্থা, বর্জ ব্যবস্থাপনা, শিশু পার্ক, অডিটোরিয়াম নির্মান, ফুটপাত দখলমুক্তকরণকে অগ্রাধিকার রাখা হয়। কোন পৌর নাগরিকের উপরে কোনপ্রকার নতুন কর আরোপ হয়নি বলেও বাজেট অধিবেশন উল্লেখ করেন মেয়র। অন্যদিকে বাজেট ঘোষনা অনুষ্ঠানের ২০ মিনিটের সময় স্থানীয় কয়েকজন গনমাধ্যমকর্মী অধিবেশন বর্জন করেন। অধিবেশন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, কাউন্সিলর, গনমাধ্যমকর্মী ও সচেতন পৌরনাগরিক গণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ