তিন দশকে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী আলোচনাসভায় বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত

উত্তরবঙ্গ নিউজ ডটকম:বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (পৌর উচ্চ বিদ্যালয়) আব্দুস সামাদ পলাশ-এর সভাপতিত্বে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন, নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ, মাসুকুর রহমান সুরুজ, অভিভাবক তানজিলা সেলিম প্রমুখ। সভায় আগামী নভেম্বরে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র তিন দশক পদার্পণে উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আগামী আগষ্টে শিশুদের কবিতা আবৃত্তি ও নৃত্যসন্ধ্যা এবং বঙ্গবন্ধু স্মরণে বিশেষ অনুষ্ঠান। সেপ্টেম্বরে সপ্তাহব্যাপী নাটক, নৃত্যনাট্য উৎসব ও একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নীপা’র সংবর্ধনা। অক্টোবরে প্রযোজনা কেন্দ্রীক নাট্যকর্মশালা এবং দেশের বাহিরে অনুষ্ঠান। নভেম্বরে দেশবরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সঙ্গীত বিভাগের প্রধান অনিমা রায়-এর একক সঙ্গীত সন্ধ্যা। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে জরুরী সভা শেষ করা হয়।

সর্বশেষ সংবাদ