বগুড়ায় বিভিন্ন লোকেশনে গানের মিউজিক ভিডিও’র কৌতুক অভিনেতা এনার্জি বাদল

উত্তরবঙ্গ নিউজ ডটকম:বগুড়ার বিভিন্ন লোকেশনে দেশ ও আধ্যাত্মিক গানের চিত্র ধারণ করলেন কৌতুক অভিনেতা এনার্জি বাদল। গীতিকার মোবাশ্বের আহমেদ পিংকুর রচনায় এবং সুরকার শফিকুল ইসলাম শ্যামলের সুরে আধ্যাত্মিক গান “ হাওয়ার তেলে মানব গাড়ি বানাইছে শাঁই রব্বানা”, গীতিকার ও সুরকার সাগর আল হেলালের “বাংলা আমার জম্মভূমি আমি বাংলারই সন্তান” নামে দেশ গান গানের মিউজিক ভিডিও পরিচালনা করলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা এনার্জি বাদল ওরফে বাদল শেখ। এই দুটি মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে বাংলার লোকজ সংস্কৃতির নানারূপ। এতে এনার্জি বাদলের পাশাপাশি প্রধান সহকারী পরিচালনায় ছিলেন আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক লায়ন আব্দুল মোবিন। কন্ঠ শিল্পী অঞ্জনার কন্ঠের তালে মডেলে হয়েছেন চিত্র নায়িকা রাত্রি,টুটুল, সাব্বির আহম্মেদ দোয়েল, লাবনী, স্মৃতি, আরমান, রহমান, পবিত্র,অনন্য ও নার্গিস। গত ১২ জুলাই থেকে বগুড়ার পদ্মপাড়া, চেলোপাড়ার বার্ণিমেলা ও করতোয়া নদী এবং নদীপাড়ে গান দুটির চিত্র ধারণ করা হয়। আগামী ঈদুল আযহায় দেশের কোন একটি চ্যানেলে গান দুটি প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক ও কৌতুক অভিনেতা এনার্জি বাদল।

সর্বশেষ সংবাদ