নন্দীগ্রামে কোচিং বাণিজ্য সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে কোচিং বাণিজ্য সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই জুলাই বিকেল ৫ টায় নন্দীগ্রাম মডেল পাইলট হাইস্কুল কক্ষে উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম মডেল পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম। তিনি বলেন, গতকাল রবিবার ১৬ ই জুলাই বিভিন্ন পত্রিকায় ‘নন্দীগ্রাম মডেল পাইলট হাইস্কুলের শিক্ষকদের কোচিং বাণিজ্য’ শীর্ষক যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আমি এবং সহকারী শিক্ষক মাসুদ রানা ও শরিফুল ইসলাম নিয়মিত ছাত্র-ছাত্রীদের পাঠ্যদান করে আসছি। আমরা কোচিং বাণিজ্য করিনা। সহকারী শিক্ষক মাসুদ রানার স্ত্রী রেজিনা খাতুন ভোকেশনাল শাখার বিল্ডিং ইন্সট্রাক্টর নিয়মিত স্কুলে আসে। আমরা সবাই পাঠ্যদানে মনোযোগি রয়েছি। তাই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।

সর্বশেষ সংবাদ