কুড়িগ্রামে বন্যার্তদের পাশে ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার (১০ আগস্ট) ভূরুঙ্গামারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বঙ্গমাতা ও শেখ কামালের অবদান সম্পর্কে ছাত্রলীগের এই সাবেক সভাপতি বলেন, ইতিহাসে বঙ্গমাতা কেবল একজন বঙ্গবন্ধুর সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণা দাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে। বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়ানুরাগী ও সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। জন্মদিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে তাঁদের স্মরণ করছি।

সর্বশেষ সংবাদ