রাজশাহীর গোদাগাড়ীতে ফেনসিডিল সহ আটক ১

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি অভিযানে ৬শ গ্রাম হেরোইন সহ এক যুবক আটক ও ২২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। জানাযায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী গামী লেগুনা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্র-গঃ ১৪-০৪৫৯) আসছিলো। গোদাগাড়ী মডেল থানা পুলিশ গোপন সংবাদ পায় সেই গাড়ীতে ফেনসিডিল পাচার হচ্ছে এ সময় গোদাগাড়ী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এর নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু রায়হান সহ অন্যান্য পুলিশ সদস্যরা গোদাগাড়ী সদরের মহাসড়কে তল্লাশি বসায়। গাড়ীটি পৌছামাত্র পুলিশ থামার নির্দেশ করলে গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে তুলে দিলে চাকা ফুটো হয়ে পাশে উল্টে যায়। এ সময় গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। পুলিশ গাড়ীটি তল্লাশি চালিয়ে সামনের সাইডের বক্্ের অভিনব কায়দায় সজ্জিত অবস্থায় ২২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু রায়হান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত চালক ও হেলপারের নামে মামলা দায়ের করেছে। অপরদিকে গত বুধাবার সন্ধ্যায় গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন-১ এর নেতৃত্বে পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার ঘাট হতে শাহ জামাল (৩২) নামের এক যুবককে ৬শ’গ্রাম হেরোইনসহ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। সে গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টি এলাকার আবদুর রশিদ এর ছেলে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদদ্রব্য আইনে মামলা করে আটক শাহ-জামালকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ