পাঁচবিবিতে যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে মাদ্রাসা শিক্ষকের জেল জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি ঃজয়পুরহাটের পাঁচবিবিতে উচনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সোহরাব হোসেনের বিরুদ্ধে একই মাদ্রাসার ৭ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক ৮ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার উচনা দাখিল মাদ্রাসায় অর্ধ বার্ষিক পরীক্ষা চলছিল। সহকারী শিক্ষক সোহরাব হোসেন কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন কালে উচনা গ্রামের বেলাল হোসেনের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী লুইজা খাতুনের স্পর্শ কাতর জায়গায় হাত দেন। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে ওই ছাত্রী কান্নাকাটি করেন। এ সময় ওই ছাত্রী তার অভিভাবকের কাছে ঘটনা বলেন। ঘটনা শুনে ছাত্রীর পিতা বেলাল হোসেন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে থাপ্পর মারেন। ঘটনা জানাজানি হলে ওই লম্পট শিক্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করেন। এলাকাবাসী জানান, ওই শিক্ষক ইতিপূর্বে একাধিক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। স্থানীয় ভাবে সেগুলি মিমাংসা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান ও পাঁচবিবি থানার ওসি ঘটনাস্থলে যান। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে ভ্রাম্যমান আদালতে হাজির করে জেল জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ