রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি

বেরোবি প্রতিনিধি:শোকাবহ আগস্ট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাসব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পহেলা আগস্ট সকালে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ কালোব্যাজ ধারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মাসব্যাপী এই কালো ব্যাজ ধারণ করবেন।
এদিকে শিক্ষকদের সংগঠন নীল দল, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠন শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনের নানান কর্মসূচি পালন করেছে।
শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ একাডেমিক ভবনগুলোসহ প্রশাসনিক ভবনে মাসব্যাপী শোকাবহ ব্যানার প্রদর্শনের আয়োজন করেছে।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরেক সংগঠন নীল দলের আয়োজনে কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শোক র‌্যালী ও শোকাবহ মাসের ব্যানার প্রদর্শন করা হয়।
উক্ত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নোবেল শেখসহ উক্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নের শোকাবহ ব্যানার প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য।

সর্বশেষ সংবাদ