রাণীনগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রথম রাইন্ডের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এসএম নজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, পরিবার পরিকল্পনা অফিসার মো: সেলিম জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান, এসআই তরিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ আগামী ৫ আগষ্ট উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২৪ হাজার ৭ শ’ ৬৭ শিশুকে ২ শ’ ৪ টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান কাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ সংবাদ