রৌমারীতে কলেজ শিক্ষকের অপসরণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে কলেজ শিক্ষকের অপসরণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজে শিক্ষার্থীরা।
রোববার দুপুরে রৌমারী ডিগ্রি কলেজ ক্যম্পাস থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে মিলিত হয়। এতে অংশ নেয় স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের স¯্রাধিক মানুষ। এসময় বক্তব্য রাখেন, রৌমারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইলা, বিনা, সাকিরা, লিমা, সারমিন প্রমূখ।
উল্লেখ্য গত শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে আপপ্তিকর অবস্থায় রৌমারী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস ওরফে কুদ্দুস ও ভাওয়াল কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সে’র অধ্যয়নরত ছাত্রীকে (জান্নাতুল ফেরদৌস মোসুমী) দেখতে পেয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্বার করে রৌমারী থানা নিয়ে আসে। ঔ শিক্ষক এর আগে ২০০৭ইং সালে এক ছাত্রীর অশ্লীলতাহানী করতে গিয়ে শিক্ষার্থীদের কাছে ধরা পড়ে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মেয়ের কোন অভিযোগ নেই, আমরা তাদের নিরাপত্তার জন্য থানায় রেখেছি, পরিস্থিতি শান্ত হলে তাদের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন জানান, বর্তমান কলেজের পরিস্থিতি শান্ত করার লক্ষে তাকে সাময়িকভাবে কলেজ থেকে বহিস্কারে সিন্ধান্ত হয়েছে। ৭জুন ম্যানেজিং কমিটির সভা আহবান করা হয়েছে সভায় চুরান্ত সিন্ধান্ত নেওয়া হবে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও রৌমারী ডিগ্রি কলেজের সভাপতি ফাউজুল কবীর বলেন, ম্যানেজিং কমিটির সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ