বীরগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ জন্মাষ্টমী উৎসব কমিটির উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন।
বীরগঞ্জ পৌর শহরে বন্যা দূর্গতদের ৬টি আশ্রায়ন কেন্দ্রে সোমরের জন্মাষ্টমী উৎসব পালন বন্ধ ঘোসনা করে বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উৎসব কমিটির উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন । বীরগঞ্জ মহানাম যজ্ঞা অনুষ্ঠানের সভাপতি বাবু গীরিজা নাথ দাস, উপজেলা জন্মাষ্টমী উৎসব কমিটির সভাপতি বীরমুক্তি যোদ্ধা কালীপদ রায়, সুজালপুর সর্বজনীন দূর্গাপুজা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নীল রতন সাহা (নিপু), উপজেলা জন্মাষ্টমী উৎসব কমিটির সাধারন সম্পাক প্রভাষক প্রশান্ত কুমার সেন, প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র পাল, প্রভাষক চিত্ত রঞ্জন রায়, ৫নং সুজালপুর ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায় প্রমুখ।
এসময় সুজালপুর সর্বজনীন দূর্গাপুজা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নীল রতন সাহা নিপু জানায়, পৌর শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ ডিগ্রী কলেজ ও মাকড়াই আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত বান ভাসী আশ্রয়নদের মাঝে ত্রান বিতরন করা হয়।

সর্বশেষ সংবাদ