বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে শিব লিঙ্গ হস্তান্তর

আবু সাইদ বদলগাছী: নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ১৩শ বছরের পুরানো শিব লিঙ্গ হস্তান্তর করা হয়েছে। গত সোমবার ৫ মার্চ দুপুরের পর র‌্যাব-৫ এর এস আই মোঃ শাহিনুর রহমান, এস আই সফিউল ইসলাম সহ অন্য সদস্যরা শিব লিঙ্গটি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কাস্টোডিয়ান ফজলুল করিম এর নিকট হস্তান্তর করেন ।
জানাযায়, গত রোববার ৪ মার্চ রাত ১০টার পর জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক এর নেতৃত্বে জেলার ধামইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামের জনৈক মোঃ আব্দুল আজিজ চৌধুরী এর মাটির বাড়ির দক্ষিণ পাশে^ পুকুরের উত্তর পার থেকে অরক্ষিত অবস্থায় একটি প্রত্নতত্ত্ব সম্পদ ১৩শ শতাব্দীর প্রাচীন নিদর্শন শিব লিঙ্গটি উদ্ধার করে।
এ বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম বলেন,জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের পক্ষ থেকে শিবলিঙ্গটি জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।#

সর্বশেষ সংবাদ