প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতি পুষিয়ে দিতে সরকার কাজ করছে- খালিদ মাহমুদ চৌধুরী

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃজননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কেউই অনাহারে থাকবে না। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। সবার মুখে খাদ্য নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। চলমান প্রাকৃতিক দূর্যোগে শেখ হাসিনার সরকার দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকার সঠিক সময়ে অসহায় দূর্গত মানুষকে খাদ্য সরবরাহ কার মাধ্যমে মানুষের দুঃখ-কষ্টের অংশীদার হয়েছে। এজন্য মানুষও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতি পুষিয়ে দিতেও সরকার কাজ করবে। গৃহহারা মানুষের পূর্ণবাসনেও এ সরকার কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। সর্বপরি বর্তমান আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার সরকার জনগনের সরকার হিসেবে জনগনের জন্য কাজ করে যাচ্ছে।
১৯ আগষ্ট শনিবার বিকাল ৪টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ৬নং নিজপাড়া ইউনিয়নে বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. জাকারিয়া জাকার পরিচালনায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকজ্জামান মাইকেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুরসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ